কাপড় খুলে রাখার সময় কী বলবে

بِسْمِ اللّٰهِ

আল্লাহ্‌র নামে (খুলে রাখলাম)

বিসমিল্লাহ

আনাস ইবনু মালিক (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেন:
“যখন তোমাদের কেউ কাপড় খুলবে বা অনাবৃত হবে তখন মানুষের গুপ্তাঙ্গ ও জিনদের দৃষ্টির মাঝে পর্দা ‘বিসমিল্লাহ’ বলা।” হাদীসটি সহীহ