< Dua

ঘুমানোর যিক্‌রসমূহ #৮


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী (রা:) এবং ফাতেমাকে (রা:) বলেন: “আমি কি তোমাদেরকে এমন কিছু বলে দিবো না যা তোমাদের জন্য খাদেম অপেক্ষাও উত্তম হবে? যখন তোমরা তোমাদের বিছানায় যাবে, তখন তোমরা দু’জনে ৩৩ বার

سُبْحَانَ اللّٰهِ

আল্লাহ অতি-পবিত্র

সুবহা-নাল্লাহ

৩৩ বার

وَالْحَمْدُ لِلّٰهِ

সকল প্রশংসা আল্লাহর জন্য

আলহামদুলিল্লা-হ

৩৪ বার

وَاللّٰهُ أَكْبَرُ

আল্লাহ অতি-মহান

আল্লা-হু আকবার

...বলবে, যা তা খাদেম অপেক্ষাও তোমাদের জন্য উত্তম হবে’’।