< Dua

খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখে যা করবে


সৎ ও ভাল স্বপ্ন আল্লাহর তরফ হতে হয়ে থাকে। আর মন্দ স্বপ্ন শয়তানের তরফ হতে হয়ে থাকে। তাই যখন কেউ পছন্দনীয় কোন স্বপ্ন দেখে তখন এমন লোকের কাছেই বলবে, যাকে সে পছন্দ করে। ... আর, খারাপ বা অপছন্দনীয় কোন স্বপ্ন দেখলে যা যা করা উচিৎঃ ১. তার বাম দিকে হাল্কা থুতু ফেলবে। (৩ বার) ২. শয়তান থেকে এবং যা দেখেছে তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে প্রার্থনা করবে। (৩ বার) ৩. কাউকে এ ব্যাপারে কিছু বলবে না। ৪. অতঃপর যে পার্শ্বে সে ঘুমিয়েছিল তা পরিবর্তন করবে। ৫. যদি ইচ্ছা করে তবে উঠে সালাত আদায় করবে। [১]