< Dua

দুর্দশাগ্রস্ত ব্যক্তির দো‘আ #৪


اَللّٰهُ، اَللّٰهُ رَبِّيْ لَا أُشْرِكُ بِهِ شَيْئًا

আল্লাহ! আল্লাহ! (তিনি) আমার রব্ব! আমি তাঁর সাথে কোনো কিছু শরীক করি না।

আল্লাহু আল্লাহু, রব্বী, লা উশরিকু বিহী শাই’আন

আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) ব তাঁর পরিবারের সবাইকে একত্রিত করে বলতেন: “তোমাদের কেউ কখনো দুশ্চিন্তা বা বিপদের মধ্যে নিপতিত হলে এ কথা বলবে।” হাদীসটির সনদ কিছুটা দুর্বল হলেও অন্যান্য কয়েকটি সনদে একই দু‘আ বর্ণিত হয়েছে। এজন্য হাদীসটি হাসান। [১] এ দু‘আও মূলত যিকর। বিপদগ্রস্ত মুমিন-হৃদয় এভাবে নিজেকে সমর্পণ করে আল্লাহর করুণা সন্ধান করেন। [২]