আল্লাহ্র কাছে আশ্রয় প্রার্থনা করবে,
أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
আল্লাহ্র নিকট আশ্রয় চাই বিতাড়িত শয়তান থেকে।
আ‘ঊযু বিল্লাহি মিনাশ্-শাইত্বা-নির রাজীম
যে সন্দেহে নিপতিত হয়েছে তা দূর করবে। [১] বলবে,
آمَنْتُ بِاللَّهِ وَرُسُلِهِ
আমি আল্লাহ ও তাঁর রাসূলগণের উপর ঈমান আনলাম। [২]
আ-মানতু বিল্লা-হি ওয়া রুসুলিহি
[১] বুখারী, (ফাতহুল বারীসহ) ৬/৩৩৬, নং ৩২৭৬; মুসলিম ১/১২০, নং ১৩৪। [২] মুসলিম ১/১১৯-১২০, নং ১৩৪।