হাদীসে এসেছে, “শক্তিশালী ঈমানদার আল্লাহর নিকট উত্তম ও প্রিয় দুর্বল ঈমানদারের চেয়ে। আর তাদের (ঈমানদারদের) প্রত্যেকের মধ্যেই কল্যাণ নিহিত রয়েছে। তোমার যা কাজে লাগবে সেটা করার ব্যাপারে সচেষ্ট হও আর আল্লাহর সাহায্য চাও, অপারগ হয়ে যেও না। আর যদি তোমার কোনো অনাকাঙ্খিত বিষয় উদয় হয়, তখন বলো না যে, ‘যদি আমি এরকম করতাম তাহলে তা এই এই হতো’, বরং বলো,
قَدَرُ اللّٰهِ، وَمَا شَاءَ فَعَلَ
এটি আল্লাহ্র ফয়সালা, আর তিনি যা ইচ্ছা করেছেন।
কাদারুল্লা-হ, ওয়ামা শা-আ ফা‘আলা
কেননা, ‘যদি’ শয়তানের কাজের সূচনা করে দেয়।
حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ
আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক
হাসবুনাল্লা-হু ওয়া নি‘মাল ওয়াকীল