আব্দুল্লাহ ইবনে সারজিস রাদিয়াল্লাহু আনহু বলেন, "আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলাম আর তাঁর কাছ থেকে খাবার খেলাম। অতঃপর বললাম,
غَفَرَ اللَّهُ لَكَ يَا رَسُولَ للَّهِ
আল্লাহ আপনাকে ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ!
গাফারাল্লাহু লাকা ইয়া রাসূলুল্লাহ
অতঃপর তিনি বললেন,
وَلَكَ
আর আপনাকেও।
ওয়া লাকা
আহমাদ ৫/৮২, নং ২০৭৭৮; আন-নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ, পৃ. ২১৮, নং ৪২১। তাহকীক, ড. ফারূক হাম্মাদাহ।