ইবাদাত - আমল কবুলের দোয়া [২:১২৭-১২৮]

رَبَّنَا تَقَبَّلۡ مِنَّا ‌ؕاِنَّكَ اَنۡتَ السَّمِيۡعُ الۡعَلِيۡمُ

হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবূল করুন। নিশ্চয় আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী

রব্বানা-তাক্বাব্বাল্ মিন্ ; ইন্নাকা আনতাস্ সামী‘উল্ ‘আলীম্।

رَبَّنَا وَاجۡعَلۡنَا مُسۡلِمَيۡنِ لَـكَ وَمِنۡ ذُرِّيَّتِنَآ اُمَّةً مُّسۡلِمَةً لَّكَ وَاَرِنَا مَنَاسِكَنَا وَتُبۡ عَلَيۡنَا ۚ اِنَّكَ اَنۡتَ التَّوَّابُ الرَّحِيۡمُ

হে আমাদের রব, আমাদেরকে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরের মধ্য থেকে আপনার অনুগত জাতি বানান। আর আমাদেরকে আমাদের ইবাদাতের বিধি-বিধান দেখিয়ে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয় আপনি ক্ষমাশীল, পরম দয়ালু

রব্বানা- অজ্ব্‘আল্না- মুস্লিমাইনি লাকা অমিন্ র্যুরিয়্যাতিনা- উম্মাতাম্ মুস্লিমাতাল্লাকা অআরিনা-মানা-সিকানা-অতুব্ ‘আলাইনা-ইন্নাকা আন্তাত্ তাওয়্যা-র্বু রাহীম্।

দোয়ার প্রেক্ষাপট: হযরত ইব্রাহীম (আ.) ও হযরত ইসমাঈল (আ.) কাবাগৃহ পুনঃনির্মানের পর এ কাজ কবুল করতে ও হেদায়াতের উপর অটল-অবিচল রাখতে আল্লাহ তা'আলার নিকট এরূপ দু'আ করেন।