জাহান্নাম হতে মুক্তি এবং ক্ষমা চাওয়া [৩:১৬]

رَبَّنَاۤ اِنَّنَاۤ اٰمَنَّا فَاغۡفِرۡ لَنَا ذُنُوۡبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ

হে আমাদের রব, নিশ্চয় আমরা ঈমান আনলাম। অতএব, আমাদের পাপসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।

রব্বানায় ইন্নানায় আ-মান্না-ফার্গ্ফিলানা- যুনূবানা- অক্বিনা- ‘আযা-বান্ নার্-।

দোয়ার প্রেক্ষাপট: আখিরাতের উপর বিশ্বাসী, ধৈর্যশীল, সত্যপরায়ণ, অনুগত, দানশীল ও রাতের শেষাংশে প্রার্থনাকারীদের দু'আ।