ধৈর্য, শক্তি-সামর্থ্য ও বিজয় প্রার্থনা [৩:১৪৭]

رَبَّنَا اغۡفِرۡ لَنَا ذُنُوۡبَنَا وَاِسۡرَافَنَا فِيْٓ اَمۡرِنَا وَثَبِّتۡ اَقۡدَامَنَا وَانۡصُرۡنَا عَلَى الۡقَوۡمِ الۡكٰفِرِيۡنَ‏

হে আমাদের রব, আমাদের পাপ ও আমাদের কর্মে আমাদের সীমালঙ্ঘন ক্ষমা করুন এবং অবিচল রাখুন আমাদের পা সমূহকে, আর কাফির কওমের উপর আমাদেরকে সাহায্য করুন।

রব্বানাগ্ র্ফিলানা- যুনূবানা- অইস্রা-ফানা- ফী য় আম্রিনা-অছাব্বিত্ আক্বদা-মানা- অর্ন্ছুনা- ‘আলাল্ ক্বাওমিল্ কা-ফিরীন্।

দোয়ার প্রেক্ষাপট: আল্লাহর পথে বিপদ-মুসিবতে পতিত ঈমানদারদের আল্লাহর সাহায্য প্রার্থনায় সর্বোত্তম দু'আ - যা কবুল করে আল্লাহ তা'আলা প্রার্থনাকারীদের দুনিয়া ও আখিরাতে সফলতা দানের প্রতিশ্রুতি দিয়েছেন।