যালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হওয়া থেকে আশ্রয় চাওয়া [৭:৪৭]

رَبَّنَا لَا تَجۡعَلۡنَا مَعَ الۡقَوۡمِ الظّٰلِمِيۡنَ

হে আমাদের রব, আমাদেরকে যালিম কওমের অন্তর্ভুক্ত করবেন না

রব্বানা- লা-তাজু‘আল্না- মা‘আল্ ক্বাওমিজ্জোয়া-লিমীন্।

দোয়ার প্রেক্ষাপট: জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী আ'রাফে অবস্থানকারীরা জাহান্নামীদের দিকে দৃষ্টি পড়ামাত্র আল্লাহর নিকট এরূপ প্রার্থনা করবে। দুনিয়াতেও যালিমদের সংস্পর্শ থেকে আত্মরক্ষার জন্যে দু'আটি কার্যকর।