ক্ষমা এবং রহমত প্রার্থনা [৭:১৫১]

رَبِّ اغۡفِرۡ لِىۡ وَلِاَخِىۡ وَاَدۡخِلۡنَا فِىۡ رَحۡمَتِكَ ‌ۖوَاَنۡتَ اَرۡحَمُ الرّٰحِمِيۡنَ

আমার রব, ক্ষমা করুন আমাকে ও আমার ভাইকে এবং আপনার রহমতে আমাদের প্রবেশ করান। আর আপনিই রহমকারীদের মধ্যে শ্রেষ্ঠ।

রব্বির্গ্ফিলী অলিআখী অআদ্খিল্না- ফী রহ্মাতিকা অ আন্তা র্আহার্মু র-হিমীন্।

দোয়ার প্রেক্ষাপট: ফেরাউন কতৃক নিযুক্ত যাদুকরগণ হযরত মূসা (আ.)-এর রব ও বিশ্বজাহানের রব আল্লাহর উপর ঈমান আনলে এবং ফেরাউন সেসব যাদুকরকে হাত-পা বিপরীত দিক দিয়ে কেটে শূলে চড়ানোর রায় প্রদান করলে সদ্য ঈমান গ্রহনকারী যাদূকরগণ ঈমানের সাথে মুসলমান হিসেবে মৃত্যুবরণ করতে আল্লাহর দরবারে এভাবে জীবনের চরম প্রার্থনা করেন।