যালিম সম্প্রদায়ের অত্যাচার থেকে আশ্রয় চাওয়া [১০:৮৫-৮৬]

عَلَى اللّٰهِ تَوَكَّلۡنَا‌ ۚرَبَّنَا لَا تَجۡعَلۡنَا فِتۡنَةً لِّـلۡقَوۡمِ الظّٰلِمِيۡنَۙ

আমরা আল্লাহর উপরই তাওয়াক্কুল করলাম। হে আমাদের রব, আপনি আমাদেরকে যালিম কওমের ফিতনার পাত্র বানাবেন না

আ'লাল্লাহি তাওাক্কালনা- রাব্বানা- লা- তাজআ'লনা- ফিতনাতান লিক্বওমিয য-লিমি-ন

وَنَجِّنَا بِرَحۡمَتِكَ مِنَ الۡقَوۡمِ الۡكٰفِرِيۡنَ‏

আর আমাদেরকে আপনার অনুগ্রহে কাফির কওম থেকে নাজাত দিন

ওয়া নাজ্জিনা- বিরহ'মাতিকা মিনাল ক্বওমিল কা-ফিরি-ন

দোয়ার প্রেক্ষাপট: নৌযানে বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর নিকট বিপদগ্রস্ত মানুষের দু'আ। সহীহ হাদীসে এসেছে- রাসূলুল্লাহ (সা.) বিপদে আল্লাহর অনুগ্রহলাভ সম্পর্কে বলেন - যে ব্যক্তি বিপদাপদ ও সংকটের সময় আল্লাহর অনুগ্রহ লাভ করে আনন্দিত হতে চায় - সে যেন সুখ-সাচ্ছন্দ্যে, অধিক পরিমানে দু'আ করে (জামে আত-তিরমিযী-৬ষ্ঠ খন্ড,আবওয়াবুদ দাওয়াত-দু'আ বিষয়ক অধ্যায়,হাদীস নং-৩৩১৮)। এছাড়াও মানুষ সমুদ্রে বিপদে পড়লে যে একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে তার বিবরণ - (সূরা ৩১ লুকমান: ৩২)