নৌযানে আরোহনের সময় নূহ (আঃ) এর দোয়া [১১:৪১]

بِسۡمِ اللّٰهِ مَجْر۪ىٰهَا وَمُرْسَىٰهَآۚ اِنَّ رَبِّىۡ لَـغَفُوۡرٌ رَّحِيۡمٌ

এর চলা ও থামা হবে আল্লাহর নামে। নিশ্চয় আমার রব অতি ক্ষমাশীল, পরম দয়ালু।

বিস্মিল্লা-হি মাজ্বরে-হা-অর্মুসা-হা-; ইন্না রব্বী লাগফূর্রু রহীম্

দোয়ার প্রেক্ষাপট: নৌকায় আরোহনের সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে হযরত নূহ (আ.) এ দু'আ করেন-যা নৌযানে আরোহনের দু'আ হিসেবে কার্যকর।