নূহ (আঃ) যেভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন [১১:৪৭]

رَبِّ اِنِّيْٓ اَعُوۡذُ بِكَ اَنۡ اَسۡــَٔلَكَ مَا لَـيۡسَ لِىۡ بِهٖ عِلۡمٌ‌ؕ وَاِلَّا تَغۡفِرۡ لِىۡ وَتَرۡحَمۡنِيْٓ اَكُنۡ مِّنَ الۡخٰسِرِيۡنَ

হে আমার রব, যে বিষয়ে আমার জ্ঞান নেই তা চাওয়া থেকে আমি অবশ্যই আপনার আশ্রয় চাই। আর যদি আপনি আমাকে মাফ না করেন এবং আমার প্রতি দয়া না করেন, তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব

রব্বি ইন্নী য় আ‘ঊযুবিকা আন্ আস্য়ালাকা মা-লাইসা লী বিহী ‘ইল্ম্; অ ইল্লা-তার্গ্ফিলী অর্তাহাম্নী য় আকুম্মিনাল্ খা-সিরীন্।

দোয়ার প্রেক্ষাপট: হযরত নূহ (আ.) তার অবাধ্য ছেলের জন্যে দু'আ করার পর এভাবে আল্লাহর সাহায্যপ্রার্থী হন।