মূর্তিপূজা থেকে দূরে রাখার জন্য ইব্রাহীম (আঃ) যেভাবে দোয়া করেছিলেন [১৪:৩৫]

رَبِّ اجۡعَلۡ هٰذَا الۡبَلَدَ اٰمِنًا وَّاجۡنُبۡنِىۡ وَبَنِىَّ اَنۡ نَّـعۡبُدَ الۡاَصۡنَامَؕ

যখন ইবরহীম বলল, ‘হে আমার রব, আপনি এ শহরকে নিরাপদ করে দিন এবং আমাকে ও আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন

রব্বিজ্ব‘আল্ হা-যাল্ বালাদা আ-মিনাঁও অজ্বনুব্নী- অ বানিয়্যা আন্ না’বুদাল্ আছ্না-ম্।

দোয়ার প্রেক্ষাপট: হযরত ইব্রাহীম (আ.) নিজ এবং তাঁর সন্তানদেরকে মূর্তিপূজা থেকে রক্ষার্থে অর্থাৎ তাদেরকে শিরকমুক্ত রাখতে আল্লাহর নিকট এরূপ প্রার্থনা করেন।