প্রতিকূল পরিবেশে সহজভাবে চলাফেরা করার প্রার্থনা [১৭:৮০]

رَّبِّ اَدۡخِلۡنِىۡ مُدۡخَلَ صِدۡقٍ وَّاَخۡرِجۡنِىۡ مُخۡرَجَ صِدۡقٍ وَّاجۡعَلْ لِّىۡ مِنۡ لَّدُنۡكَ سُلۡطٰنًا نَّصِيۡرًا‏

হে আমার রব, আমাকে প্রবেশ করাও উত্তমভাবে এবং বের কর উত্তমভাবে। আর তোমার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী শক্তি দান কর

রব্বি আদ্খিল্নী মুদ্খলা ছিদ্ক্বিঁও অ আখ্রিজনী মুখ্রাজ্বা ছিদ্ক্বিঁও অজ্ব‘আল্লী মিল্ লাদুন্কা সুল্ত্বোয়া-নান্ নাছীরা-।

দোয়ার প্রেক্ষাপট: হিজরতের পূর্বে রাসূলুল্লাহ (সা.)- কে মানুষের মধ্যে আল্লাহর আইনের যথাযথ প্রয়োগে ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েম তথা কর্তৃত্বপূর্ণ ক্ষমতা প্রাপ্তিতে আল্লাহর নিকট প্রার্থনা হিসেবে শেখানো দু'আ।