رَبِّ اشۡرَحۡ لِىۡ صَدۡرِىْ
হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দিন
রব্বিশ্ রহ্লী ছোয়াদ্রী।
وَيَسِّرۡ لِيْٓ اَمۡرِىْ
এবং আমার কাজ সহজ করে দিন
অ ইয়ার্স্সিলী য় আম্রী।
وَاحۡلُلۡ عُقۡدَةً مِّنۡ لِّسَانِیْ
আর আমার জিহবার জড়তা দূর করে দিন
ওয়াহ্লুল্ ‘উক্ব্দাতাম্ মিল্লিসা-নী।
يَفۡقَهُوۡا قَوۡلِیْ
যাতে তারা আমার কথা বুঝতে পারে
ইয়াফ্ক্বাহূ ক্বওলী।
দোয়ার প্রেক্ষাপট: হযরত মূসা (আ.)-কে ফেরাউনের নিকট আল্লাহর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত প্রদানের নির্দেশনা প্রদান করা হলে তিনি এভাবে আল্লাহর সাহায্য প্রার্থনা করেন।