رَّبِّ زِدۡنِىۡ عِلۡمًا
হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন
রব্বি যিদ্নী ‘ইল্মা-
দোয়ার প্রেক্ষাপট: ওহী মুখস্থকরণে তাড়াহুড়া না করে জ্ঞান বৃদ্ধিতে সহায়তা কামনা করতে আল্লাহ তা'আলা রাসূলুল্লাহ (সা.)-কে এরূপ নির্দেশনা প্রদান করেন। পৃথিবীর সকল মানুষের জ্ঞান বৃদ্ধিতে আল্লাহর সাহায্য কামনায় এ দু'আ খুবই কার্যকর।