رَبِّ فَلَا تَجۡعَلۡنِىۡ فِى الۡقَوۡمِ الظّٰلِمِيۡنَ
হে আমার রব, তাহলে আমাকে যালিম সম্প্রদায়ভুক্ত করবেন না
রব্বি ফালা-তাজ্ব্‘আল্নী ফিল্ ক্বওমিজ্ জোয়া-লিমীন্।
দোয়ার প্রেক্ষাপট: আল্লাহ তা'আলা রাসূলুল্লাহ (সা.) কে এরূপ দু'আ করতে ও জানিয়ে দিতে বলেন। তবে মা'আ-যাল্লাহ এর অর্থ এ নয় যে, নবী করীম (সা.)-এর পক্ষে আযাব পতিত হওয়ার বস্তত কোন আশংকা ছিল, অথবা তিনি যদি এরূপ প্রার্থনা না করতেন তাহলে আযাবে গ্রেফতার হতেন; বরং এরূপ বর্ণনা পদ্ধতি অবলম্বন করার উদ্দেশ্য একথা বুঝানো যে, আল্লাহর আযাব বাস্তবিকই ভয়ানক এবং তা এরূপ ভয়ানজ যে, সৎ ও ধর্মশীল লোকদের সমস্ত পূণ্য সত্ত্বেও তা থেকে আল্লাহর নিকট তাদের পানাহ-আশ্রয় প্রার্থনা করা উচিত। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী।