তিনবার বলবে,
سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ
আমার মহান রব্বের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি
সুবহা-না রব্বিয়াল ‘আযীম
সুনানের গ্রন্থাকারগণ ও আহমাদ হাদীসটি উদ্ধৃত করেছেন। আবূ দাউদ, নং ৮৭০; তিরমিযী, নং ২৬২; নাসাঈ, নং ১০০৭; ইবন মাজাহ্, নং ৮৯৭; আহমাদ, নং ৩৫১৪। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ১/৮৩।