ক্ষমা এবং রহমত প্রার্থনা [২৩:১০৯]

رَبَّنَاۤ اٰمَنَّا فَاغۡفِرۡ لَـنَا وَارۡحَمۡنَا وَاَنۡتَ خَيۡرُ الرّٰحِمِيۡنَ‌‌ۖ‌ۚ‏

হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, অতএব আমাদেরকে ক্ষমা ও দয়া করুন, আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু

রব্বানা য় আ-মান্না- ফার্গ্ফিলানা-র্অহাম্না-অআন্তা খইর্রু র-হিমীন্।

দোয়ার প্রেক্ষাপট: আল-কুরআনে বর্ণিত আল্লাহর পছন্দনীয় একদল ভাল মু'মিন বান্দার ক্ষমা প্রার্থনার কথা উক্ত আয়াতে বিধৃত হয়েছে। সহীহ হাদীসে রাসূলুল্লাহ ( সা.) বলেছেন, রূহ কন্ঠাগত না হওয়া(মৃত্যুর পূর্ব মুহূর্ত) পর্যন্ত আল্লাহ তা'আলা বান্দার তওবা কবুল করেন। (জামে আত-তিরমিযী-৬ষ্ঠ খন্ড,আবওয়াবুদ দাওয়াত-দু'আ বিষয়ক অধ্যায়, হাদীস নং- ৩৪৩৭)