رَبَّنَا اصۡرِفۡ عَنَّا عَذَابَ جَهَـنَّمَ ۖاِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا
হে আমাদের রব, তুমি আমাদের থেকে জাহান্নামের আযাব ফিরিয়ে নাও। নিশ্চয় এর আযাব হল অবিচ্ছিন্ন
রব্বানাছ্ রিফ্ ‘আন্না-‘আযা-বা জ্বাহান্নামা ইন্না ‘আযা-বাহা-কা-না গরা-মা।
দোয়ার প্রেক্ষাপট: 'রহমান' তথা আল্লাহর খাস বান্দাদের গুনাবলি- তারা রাতে নামা্য, দু'আ ও তওবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভে সচেষ্ট হয়। এমতাবস্থায় আখিরাতে জাহান্নাম থেকে মুক্তিও তাদের মূল লক্ষ্য থাকে। তাই এ দু'আটি ঐ সময়কার অন্যতম একটি দু'আ।