সত্য প্রত্যাখ্যান ও মিথ্যারোপকারী সম্প্রদায় থেকে নূহ (আঃ) এর আশ্রয় প্রার্থনা [২৬:১১৭-১১৮]

رَبِّ اِنَّ قَوۡمِىۡ كَذَّبُوۡنِ‌ۖ

হে আমার রব, আমার কওম আমাকে অস্বীকার করেছে

রব্বি ইন্না ক্বওমী কায্যাবূন্

فَافۡتَحۡ بَيۡنِىۡ وَبَيۡنَهُمۡ فَتۡحًا وَّنَجِّنِىۡ وَمَنۡ مَّعِىَ مِنَ الۡمُؤۡمِنِيۡنَ‏

সুতরাং আপনি আমার ও তাদের মধ্যে ফয়সালা করে দিন আর আমাকে ও আমার সাথে যেসব মুমিন, আছে তাদেরকে রক্ষা করুন

ফাফ্তাহ্ বাইনী অবাইনাহুম্ ফাত্হাঁও অনাজ্জ্বিনী অমাম্ মা‘ইয়া মিনাল্ মুমিনীন্

দোয়ার প্রেক্ষাপট: নিজ জাতি কতৃক নীচু শ্রেণীর লোকদের সাথী হওয়ার অপবাদসহ প্রস্তরাঘাতের হুমকি প্রদান করা হলে হযরত নূহ (আ.) আল্লাহর দরবারে এরূপ ফরিয়াদ করেন। আল্লাহ তা'আলা তাঁর রাসূলের ফরিয়াদ কবুল করে তার সাথী অনুসারীদের নৌকায় আরোহণ করিয়ে অবশিষ্ট সকলকে প্লাবনের পানিতে নিমজ্জিত করেন।