অসুস্থতা ও দুঃখ-কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আইয়ুব (আঃ) এর প্রার্থনা [৩৮:৪১]

اَنِّىۡ مَسَّنِىَ الشَّيۡطٰنُ بِنُصۡبٍ وَّعَذَابٍؕ‏

শয়তান তো আমাকে কষ্ট ও আযাবের ছোঁয়া দিয়েছে

আন্নী মাস্ সানিয়াশ্ শাইত্বোয়া-নু বিনুছ্বিঁও অ‘আযা-ব্।

দোয়ার প্রেক্ষাপট: রোগাক্রান্ত ও যন্ত্রনায় হযরত আইউব (আ.)- আল্লাহর দরবারে এরূপ ফরিয়াদ করেছিলেন, আল্লাহ তা'আলা এ দু'আর বরকতে তাঁকে পূর্ণ আরোগ্যতা দান করেন।