সত্য প্রত্যাখ্যান ও মিথ্যারোপকারী সম্প্রদায়ের বিরুদ্ধে নূহ (আঃ) এর দোয়া [৫৪:১০]

اَنِّىۡ مَغۡلُوۡبٌ فَانْـتَصِرۡ‏

নিশ্চয় আমি পরাজিত, অতএব তুমিই প্রতিশোধ গ্রহণ কর

আন্নী মাগ্লূবুন্ ফান্তার্ছি

দোয়ার প্রেক্ষাপট: নিজ জাতি কতৃক মিথ্যারোপ ও হুমকি দেয়ার পর হযরত নূহ (আ.) আল্লাহর নিকট এভাবে সাহায্য প্রার্থনা করেন।