الْحَمْدُ ِ لِلّٰهِ عَدَدَ مَا أَحْصَی كِتَابُهُ
সমস্ত প্রশংসা আল্লাহ্র, তাঁর কিতাব যা গণনা করেছে সে পরিমাণ,
আল-‘হামদু লিল্লা-হি ‘আদাদা মা- আ‘হসা কিতাবুহু
وَالْحَمْدُ لِلّٰهِ مِلْءَ مَا أَحْصَی كِتَابُهُ
সমস্ত প্রশংসা আল্লাহ্র, তাঁর কিতাব যা গণনা করেছে তা সব পূর্ণ করে,
ওয়া আল-‘হামদু লিল্লা-হি মিলআ মা- আ‘হসা কিতাবুহু
وَالْحَمْدُ ِ لِلّٰهِ عَدَدَ مَا أَحْصَی خَلْقُهُ
সমস্ত প্রশংসা আল্লাহ্র, তাঁর সৃষ্টি যা গণনা করে সে পরিমাণ,
ওয়া আল-‘হামদু লিল্লা-হি ‘আদাদা মা- আ‘হসা খালকুহু,
وَالْحَمْدُ ِ لِلّٰهِ مِلْءَ مَا فِيْ خَلْقِهِ
সমস্ত প্রশংসা আল্লাহ্র, তাঁর সৃষ্টির মধ্যে যাকিছু আছে তা পূর্ণ করে,
ওয়া আল-‘হামদু লিল্লা-হি মিলআ মা- ফী খালকিহী,
وَالْحَمْدُ لِلّٰهِ مِلْءَ سَمٰوَاتِهِ وَأَرْضِهِ
সমস্ত প্রশংসা আল্লাহ্র, তাঁর আসমন ও জমিন পূর্ণ করে,
ওয়া আল-‘হামদু লিল্লা-হি মিলআ সামাওয়া-তিহী ওয়া র্আদিহী,
وَالْحَمْدُ لِلّٰهِ عَدَدَ كُلِّ شَيْءٍ
সমস্ত প্রশংসা আল্লাহ্র, সকল কিছুর সংখ্যার সমপরিমাণ,
ওয়া আল-‘হামদু লিল্লা-হি ‘আদাদা কুল্লি শাইয়িন,
وَالْحَمْدُ لِلّٰهِ عَلَى كُلِّ شَيْءٍ
সমস্ত প্রশংসা আল্লাহ্র, সব কিছুর উপর।
ওয়াল-‘হামদু লিল্লা-হি ‘আলা- কুলি¬ শাইয়িন।
আবু উমামা (রা) বলেন : “রাসূলুল্লাহ (স) আমাকে দেখেন যে আমি আমার ঠোঁট নাড়াচ্ছি। তিনি আমাকে বলেন : হে আবু উমামাহ, তুমি কী বলে তোমার ঠোঁট নাড়াচ্ছ ? আমি বললাম: ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ্র যিকর করছি। তিনি বললেন : আমি কি তোমার রাতদিন যিকরের চেয়েও উত্তম (যিকর) তোমাকে শিখিয়ে দেব? আমি বললাম: হাঁ, হে আল্লাহ্র রাসূল। তিন বলেন: তুমি বলবে ...... (উপরের যিকরগুলো তিনি শিখিয়ে দিলেন)। এরপর বললেন: “উপরে যেভাবে (আলহামদুলিল্লা-হ) বলেছ ঠিক অনুরূপভাবে অনুরূপভাষায় তাসবীহ ‘সুবহা-নাল্লাহ’ বলবে এবং অনুরূপভাবে তাকবীর ‘আল্লাহু আকবার’ বলবে।” অর্থাৎ, উপরের ৭ টি বাক্যে ‘আলহামদুলিল্লাহ’র- স্থলে ‘সুবহা-নাল্লাহ’ দ্বারা ও ‘আল্লাহু আকবার’ দ্বারা ৭ বার করে বলতে হবে। হাদীসটি হাসান।”