< Dua

যিকর নং ২২ : ইসমু আ‘যম-৩, দু‘আ ইউনূস


لَا إِلٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّيْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ

আপনি ছাড়া কোনো মা’বুদ নেই, আপনার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চয় আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত।

লা- ইলা-হা ইল্লা- আনতা সুব‘হা-নাকা ইন্নী কুনতু মিনায যা-লিমীন

সা’দ ইবনু মালিক (রা) বলেন, রাসূলুল্লাহ (স) ব বলেছেন, ইউনূস (আ) যে কথা বলে দু‘আ করেছিলেন সেটি আল্লাহ্‌র ইসমু আ’যাম, যা দিয়ে ডাকলে আল্লাহ সাড়া দেন এবং যদ্দারা চাইলে আল্লাহ প্রদান করেন। হাদীসটির সনদ দুর্বল। [১] তবে অন্য হাদীসে সা’দ ইবনু আবী ওয়াক্কাস বলেন, রাসূলুল্লাহ (স) বলেন: “যুন্নুন (ইউনূস আ) মাছের পেটে যে দু‘আ করেছিলেন: (লা ইলাহা ইল্লা- আনতা ... যালিমীন)- এ দু‘আ দ্বারা যে কোনো মুসলিম যে কোনো বিষয়ে দু‘আ করবে, আল্লাহ অবশ্যই তার দু‘আ কবুল করবেন।” হাদীসটি সহীহ। [২]