দু'আর শুরুতে ও শেষে দুরুদ পাঠ

يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ

ইয়া যাল জালা-লি ওয়াল ইকরা-ম।

ইয়া যাল জালা-লি ওয়াল ইকরা-ম।

আল্লাহর নাম নিয়ে দু‘আর ক্ষেত্রে বিশেষ একটি নাম ‘যুল জালালি ওয়াল ইকরাম’। দু‘আর মধ্যে এ নাম বেশি বেশি বলতে রাসূলুল্লাহ (স) নির্দেশ দিয়েছেন। রাবীয়া ইবনু আমের (রা) বলেন , রাসূলুল্লাহ (স) বলেছেন :
“তোমরা ‘ইয়া যাল জালালি ওয়াল ইকরাম’-কে সর্বদা আঁকড়ে ধরে থাকবে (দু‘আয় বেশি বেশি বলবে)।”