بِسْمِ اللّٰهِ/ بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
আল্লাহর নামে। অথবাঃ পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে।
বিসমিল্লা-হ। অথবা: বিসমিল্লা-হির রা‘হমা-নির রা‘হীম।
ওযুর পূর্বে “বিসমিল্লা-হ” অথবা “বিসমিল্লা-হির রাহমা-নির রাহীম” বলা সুন্নাত। একটি হাদীসে বর্ণিত হয়েছে : “ওযূর শুরুতে যে আল্লাহর নাম যিকর করল না তার ওযূ হবে না।”