< Dua

যিকর নং ৬২: সাজদার যিকর-৪


اَللّٰهُمَّ اجْعَلْ فِىْ قَلْبِىْ نُوْرًا وَفِىْ سَمْعِىْ نُوْرًا وَفِىْ بَصَرِىْ نُوْرًا وَعَنْ يَمِيْنِىْ نُوْرًا وَعَنْ شِمَالِىْ نُوْرًا وَأَمَامِىْ نُوْرًا وَخَلْفِىْ نُوْرًا وَفَوْقِىْ نُوْرًا وَتَحْتِىْ نُوْرًا وَاجْعَلْ لِىْ نُوْرًا (وَاجْعَلْنِىْ نُوْرًا) وَاجْعَلْ فِيْ نَفْسِيْ نُوْرًا (وَفِيْ عَصَبِيْ نُوْرًا وَفِيْ لَحْمِي نُوْرًا وَفِيْ دَمِي نُوْرًا وَفِيْ شَعْرِيْ نُوْرًا وَفِيْ بَشَرِيْ نُوْرًا)، اَللّٰهُمَّ أَعْطِنِيْ نُوْرًا

হে আল্লাহ আপনি প্রদান করুন আমার অন্তরে নূর, আমার শ্রবণে নূর, আমার দৃষ্টিতে নূর, আমার ডানে নূর, আমার বামে নূর, আমার সামনে নূর, আমার পিছনে নূর, আমার উপরে নূর, আমার নিচে নূর, আপনি আমার জন্য নূর দান করুন, আপনি আমাকে নূর বানিয়ে দিন। প্রদান করুন আমার নফসে নূর, আমার øায়ুতন্ত্রে নূর, আমার মাংসে নূর, আমার রক্তে নূর, আমার চুল-পশমে নূর, আমার চামড়ায় নূর। হে আল্লাহ আমাকে প্রদান করুন নূর।

আল্লাহুম্মাজ্-‘আল ফী ক্বালবী নূরান, ওয়াফী সাম‘য়ী নূরান, ওয়াফী বাস্বারী নূরান, ওয়া ‘আন ইয়ামীনী নূরান, ওয়া ‘আন শিমালী নূরান, ওয়া আমা-মী নূরান, ওয়া খালফী নূরান, ওয়া ফাওক্বী নূরান, ওয়া তা‘হ্তী নূরান, ওয়াজ্-‘আল লী নূরান, ওয়াজ্-‘আলনী নূরান, ওয়াজ্‘আল ফী নাফ্সী নূরান, ওয়া ফী ‘আসাবী নূরান, ওয়াফী লা‘হ্মী নূরান, ওয়াফী দামী নূরান, ওয়াফী শা‘অ্রী নূরান, ওয়াফী বাশারী নূরান, আল্লাহুম্মা, আ‘অ্তিনী নূরান।

রাসূলুল্লাহ (স) সালাতের মধ্যে বা সাজদায় এ দুআটি বলেন।