< Dua

যিকর নং ৮১: মসজিদ থেকে বের হওয়ার যিকর-২


اَللّٰهُمَّ أَجِرْنِيْ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

হে আল্লাহ আমাকে বিতাড়িত শয়তান থেকে রক্ষা করুন।

আল্লা-হুম্মা, আর্জি নী মিনাশ শায়ত্বা-নির রাজীম।

আবু হুরাইরা (রা) বলেছেন, রাসূলুল্লাহ (স) মসজিদ থেকে বের হওয়ার সময় এ যিকর পাঠ করতে নির্দেশ দিয়েছেন। হাদীসটি সহীহ।