< Dua

যিকর নং ৮৫: মাসনূন কুনূত-২


(بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ) اَللّٰهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُثْنِىْ عَلَيْكَ (وَنَشْكُرُكَ) وَلاَ نَكْفُرُكَ، وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَفْجُرُكَ اَللّٰهُمَّ إِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّى وَنَسْجُدُ وَلَكَ نَسْعَى وَنَحْفِدُ نَخْشَى عَذَابَكَ الْجِدَّ وَنَرْجُوْ رَحْمَتَكَ إِنَّ عَذَابَكَ بِالْكَافِرِيْنَ مُلْحِقٌ. اَللّٰهُمَّ اغْفِرْ لَنَا وَلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِيْنَ وَالْمُسْلِمَاتِ وَأَلِّفْ بَيْنَ قُلُوبِهِمْ وَأَصْلِحْ ذَاتَ بَيْنِهِمْ وَانْصُرْهُمْ عَلَى عَدُوِّكَ وَعَدُوِّهِمْ اَللّٰهُمَّ الْعَنْ كَفَرَةَ أَهْلِ الْكِتَابِ الَّذِيّنَ يَصُدُّوْنَ عَنْ سَبِيْلِكَ وَيُكُذِّبُوْنَ رُسُلَكَ وَيُقَاتِلُوْنَ أَوْلِيَاءَكَ اَللّٰهُمَّ خَالِفْ بَيْنَ كَلِمَتِهِمَ وَزَلْزِلْ أَقْدَامَهُمْ وَأَنْزِلْ بِهِمْ بَأْسَكَ الَّذِىْ لَا تَرُدُّهُ عَنِ الْقَوْمِ الْمُجْرِمِيْنَ

হে আল্লাহ, আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনার প্রশংসা ও গুণকীর্তন করছি। আমরা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আপনার প্রতি অকৃতজ্ঞতা-অবিশ্বাস প্রকাশ করি না। আমরা বিচ্ছিন্ন হই এবং পরিত্যাগ করি তাকে যে আপনার অবাধ্য হয়। হে আল্লাহ, আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি, কেবলমাত্র আপনার জন্যই সালাত আদায় করি এবং সাজদা করি, শুধু আপনার দিকেই ধাবিত হই এবং আপনার আনুগত্যেই কর্ম করি। আমরা আপনার প্রকৃত শাস্তির ভয় করি এবং আপনার রহমত আশা করি। নিশ্চয় আপনার শাস্তি কাফিরদেরকে স্পর্শ করবে।” হে আল্লাহ, ক্ষমা করুন আমাদেরকে, এবং মুমিন পুরুষদেরকে এবং মুমিন নারীদেরকে, এবং মুসলিম পুরুষদেরকে এবং মুসলিম নারীদেরকে, তাদের অন্তরের মধ্যে সম্প্রীতি প্রদান করুন, তাদের আভ্যন্তরীণ সম্পর্ক সুন্দর করে দিন, আপনার ও তাদের শত্র“দের উপর তাদের বিজয় প্রদান করুন। হে আল্লাহ, যে সকল আহল কিতাব আপনার পথ থেকে মানুষদেরকে বাধা দেয়, আপনার রাসূলগণকে অবিশ্বাস করে এবং আপনার ওলীগণের সাথে যুদ্ধ করে তাদের অভিশপ্ত করুন, তাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করুন, তাদের পদসমূহ কম্পমান করুন, তাদের উপর আপনার শাস্তি নাযিল করুন, যে শাস্তি অপ্রতিরোধ্যভাবে পাপাচারী সম্প্রদায়কে পাকড়াও করে।

বিসমিল্লা-হির রা‘হ্মা-নির রা‘হীম। আল্লা-হুম্মা, ইন্না- নাস্তা‘য়ীনুকা, ওয়া নাস্তাগ্ফিরুকা, ওয়া নুস্নী ‘আলাইকা, ওয়া নাশ্কুরুকা ওয়ালা- নাক্ফুরুকা, ওয়া নাখলা‘উ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লা-হুম্মা ইয়্ইয়াকা- না’বুদু, ওয়া লাকা নুস্বাল্লী ওয়া নাস্জুদু, ওয়া লাকা নাস্‘আ- ওয়া না‘হফিদু, নাখ্শা ‘আযা-বাকাল জিদ্দা, ওয়া নারজূ রা‘হমাতাকা, ইন্না ‘আযাবাকা বিল কাফিরীনা মুল‘িহক্ক।” আল্লা-হুম্মাগ্ফির লানা- ওয়ালিল মু’মিনীনা ওয়াল মু’মিনা-তি, ওয়াল মুসলিমীনা ওয়াল মুসলিমা-তি, ওয়া আল্লিফ্ বাইনা ক্বুলূবিহিম, ওয়া আস্বলি‘হ যাতা বাইনিহিম, ওয়ানস্বুরহুম ‘আলা ‘আদুওয়িকা ওয়া ‘আদুওয়িহিম। আল্লা-হুম্মাল‘আন কাফারাতা আহলিল কিতাবিল্ লাযীনা ইয়াস্বুদ্দূনা ‘আন সাবীলিকা ওয়া ইউকায্যিবূনা রুসূলাকা ওয়া ইউক্কা-তিলূনা আওলিয়া-য়িকা। আল্লা-হুম্মা, খালিফ বাইনা কালিমাতিহিম, ওয়া যালযিল আক্ক্দামাহুম, ওয়া আনযিল বিহিম বা’সাকাল্ লাযী লা- তারুদ্দুহূ ‘আনিল ক্কাওমিয যালিমীন।

প্রসিদ্ধ তাবিয়ী উবাইদ ইবনু উমাইর (৬৮ হি) বলেন, আমি উমার (রা) এর পিছনে ফজরের সালাত আদায় করলাম। তিনি রুকু থেকে উঠার পর-অন্য বর্ণনায়“ তিনি কুরআন পাঠ শেষে রুকুর আগে-নিম্নের কুনূত পাঠ করেন। হাদীসটির সনদ সহীহ।