< Dua

যিকর নং ১২৩:


اَللّٰهُمَّ إنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عَمَلٍ يُخْزِيْنِيْ، اَللّٰهُمَّ إنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ غِنًى يُطْغِيْنِيْ، اَللّٰهُمَّ إنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ صَاحِبٍ يُرْدِيْنِيْ، اَللّٰهُمَّ إنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ أَمَلٍ يُلْهِيْنِيْ، اَللّٰهُمَّ إنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ فَقْرٍ يُنْسِيْنِيْ.

হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি এমন কর্ম থেকে যা আমাকে অপমানিত করবে। হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি এরূপ ধনাঢ্যতা থেকে যা আমাকে অহংকারী করে তুলবে। হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি এরূপ বন্ধু বা সঙ্গী থেকে যে আমাকে ক্ষতিগ্রস্ত করবে। হে আল্লাহ আমি আপনার আশ্রয় চাচ্ছি এরূপ সকল বিষয় থেকে যা আমাকে অপ্রয়োজনে ব্যস্ত করে তুলবে। হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাচ্ছি এরূপ দারিদ্র্য থেকে যা আমাকে (আপনার কথা) ভুলিয়ে দেবে।

আনাস (রা) বলেন : “রাসূলুল্লাহ (স) যখন সাহাবীগণকে নিয়ে সালাত আদায় করতেন তখন সালাত শেষে তাঁদের দিকে ঘুরে বসে এ দু‘আ বলতেন।” অন্য বর্ণনায় তিনি বলেন : “রাসূলুল্লাহ (স) যখনই কোনো ফরয সালাত পড়তেন, সালাত শেষে আমাদের দিকে ঘুরে এ দু‘আ পাঠ করতেন।” হাদীসটির সনদ কিছুটা দুর্বল।