بِحَمْدِ رَبِّيْ انْصَرَفْتُ وَبِذُنُوْبِيْ اعْتَرَفْتُ أَعُوْذُ بِرَبِّيْ مِنْ شَرِّ مَا اقْتَرَفْتُ يَا مُقَلِّبَ الْقُلُوْبِ قَلِّبْ قَلْبِيْ عَلَی مَا تُحِبُّ وَتَرْضَى
আমার প্রভুর প্রশংসায় আমি সালাত শেষ করলাম। আমি আমার গোনাহসমূহের স্বীকারোক্তি করছি। আর আমি যে কর্ম করেছি তার অমঙ্গল ও অকল্যাণ থেকে আমি আমার প্রভুর আশ্রয় গ্রহণ করছি। হে মন পরিবর্তনকারী, আমার অন্তরকে পরিবর্তন করুন সে বিষয়ের জন্য যা আপনি ভালবাসেন এবং যাতে আপনি খুশি হন।