< Dua

দুআ-১


এখানে সহীহ বা হাসান সনদে বর্ণিত ১৫ট মাসনূন দুআ উল্লেখ করছি। জীবনের যা কিছু চাওয়ার সবই এ সকল দুআর মধ্যে অত্যন্ত সংক্ষিপ্ত ও আবেগময় ভাষায় আল্লাহর কাছে চাওয়া হয়েছে। উল্লেখ্য যে, এ দুআগুলো, এ বইয়ে উল্লেখিত অন্যান্য সকল দুআ এবং কুরআন ও হাদীসের যে কোনো দুআ মুমিন সালাতের মধ্যে সাজদায়, সালাতের শেষ বৈঠকে সালামের আগে, সালামের পরে এবং সকল সময়ে পাঠ করতে পারেন।

اَللّٰهُمَّ أَعُوْذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ وَدَرَكِ الشَّقَاءِ وَسُوْءِ الْقَضَاءِ وَشَمَاتَةِ الأَعْدَاءِ

হে আল্লাহ, আমি আপনার আশ্রয় নিচ্ছি কষ্টদায়ক বিপদ, গভীর দুর্ভাগ্য, খারাপ তাকদীর এবং শত্র“দের উপহাস থেকে।

“আল্লা-হুম্মা, আ‘ঊযু বিকা মিন জাহ্দিল বালা-য়ি ওয়া দারাকিশ শাক্কা-য়ি, ওয়া সূয়িল ক্কাদা-য়ি ওয়া শামাতাতিল আ’অ্দা-য়ি।