بِسْمِ اللّٰهِ الْكَبِيْرِ أَعُوْذُ بِاللّٰهِ الْعَظِيْمِ مِنْ شَرِّ كُلِّ عِرْقٍ نَعَّارٍ وَمِنْ شَرِّ حَرِّ النَّارِ
সুমহান আল্লাহর নামে। আমি মহান আল্লাহর আশ্রয় গ্রহণ করছি, সকল রক্তবাহী শিরা-উপশিরার ক্ষতি থেকে এবং আগুনের উত্তাপের ক্ষতি থেকে।
বিসমিল্লা-হিল কাবীর, আ‘ঊযু বিল্লা-হিল ‘আযীমি মিন র্শারি কুল্লি ‘ইরক্কিন না‘অ্‘আরিন ওয়া মিন র্শারি ‘র্হারিন না-র।
“আব্দুল্লাহ ইবন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ (স) জ্বর এবং সকল রোগব্যাধি-ব্যাথাবেদনার জন্য এ দুআটি শিক্ষা দিতেন।” হাদীসটি যয়ীফ।