শহীদের মর্যাদা লাভের দোয়া [৩:৫৩]

رَبَّنَاۤ اٰمَنَّا بِمَاۤ اَنۡزَلۡتَ وَاتَّبَعۡنَا الرَّسُوۡلَ فَاكۡتُبۡنَا مَعَ الشّٰهِدِيۡنَ

হে আমাদের রব, আপনি যা নাযিল করেছেন তার প্রতি আমরা ঈমান এনেছি এবং আমরা রাসূলের অনুসরণ করেছি। অতএব, আমাদেরকে সাক্ষ্যদাতাদের তালিকাভুক্ত করুন।

রব্বানায় আ-মান্না-বিমায় আন্যাল্তা অত্তাবা’র্না রাসূলা ফাক্তুব্না- মা‘আশ্ শা-হিদীন্।

দোয়ার প্রেক্ষাপট: চরম নির্যাতনের মুখে হযরত ঈসা (আ.)-এর অনুসারীরা 'আল্লাহর সাহায্যকারী' হিসেবে তাদের সাক্ষ্য কবুল করতে আল্লাহর দরবারে এরূপ প্রার্থনা করে।