পাপাচারী ও যালিম সম্প্রদায়ের বিরুদ্ধে আল্লাহর কাছে সাহায্য চাওয়া [৭:৮৯]

عَلَى اللّٰهِ تَوَكَّلۡنَا‌ ؕرَبَّنَا افۡتَحۡ بَيۡنَنَا وَبَيۡنَ قَوۡمِنَا بِالۡحَـقِّ وَاَنۡتَ خَيۡرُ الۡفٰتِحِيۡنَ‏

আল্লাহরই উপর আমরা তাওয়াক্কুল করি। হে আমাদের রব, আমাদের ও আমাদের কওমের মধ্যে যথার্থ ফয়সালা করে দিন। আর আপনি শ্রেষ্ঠ ফয়সালাকারী।

আলাল্লা-হি তাওয়াক্কাল্না-; রব্বানাফ্তাহ্ বাইনানা- অবাইনা ক্বওমিনা-বিল্হাকক্বি অআন্তা খাইরুল্ ফা-তিহীন্।

দোয়ার প্রেক্ষাপট: কাফির সম্প্রদায়ের দাম্ভিক অহংকারী নেতাদের পক্ষ থেকে হযরত শুয়াইব (আ.) ও তার অনুসারী মুসলমানদের ঐ জনপদ থেকে বহিষ্কার, কুফরীতে প্রত্যাবর্তন উৎপীড়ন ও নবীকে মিথ্যাবাদী আখ্যায়িত করলে হযরত শুয়াইব (আ.) এভাবে আল্লাহর কাছে দু'আ করেন। আল্লাহ তা'আলা নবীর দু'আ কবুল করে ভূমিকম্পের মাধ্যমে অহংকারী সম্প্রদায়কে এমনভাবে নিশ্চিহ্ন করেন যে, পরবর্তীতে মনে হচ্ছিলো পূর্বে যেন সেখানে কিছুই ছিলো না। অবশেষে নিজ জাতির এরূপ করুন পরিণতি অবলোকন করে হযরত শুয়াইব (আ.) বলেন, 'আমি কাফির সম্প্রদায়ের জন্যে কি করে আফসোস করতে পারি?'