لَئِنْ اَنۡجَيۡتَـنَا مِنۡ هٰذِهٖ لَنَكُوۡنَنَّ مِنَ الشّٰكِرِيۡنَ
যদি আপনি এ থেকে আমাদেরকে নাজাত দেন, তাহলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব
লায়িন্ আন্জ্বাইতানা-মিন্ হা-যিহী লানাকূনান্না মিনাশ্ শা-কিরীন্
দোয়ার প্রেক্ষাপট: নৌযানে বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর নিকট বিপদগ্রস্ত মানুষের দু'আ। সহীহ হাদীসে এসেছে - রাসূলুল্লাহ (সা.) বিপদে আল্লাহর অনুগ্রহলাভ সম্পর্কে বলেন - যে ব্যক্তি বিপদাপদ ও সংকটের সময় আল্লাহর অনুগ্রহ লাভ করে আনন্দিত হতে চায় - সে যেন সুখ-সাচ্ছন্দ্যে, অধিক পরিমানে দু'আ করে - (জামে আত-তিরমিযী - ৬ষ্ঠ খন্ড, আবওয়াবুদ দাওয়াত - দু'আ বিষয়ক অধ্যায়, হাদীস নং-৩৩১৮)। এছাড়াও মানুষ সমুদ্রে বিপদে পড়লে যে একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে তার বিবরণ - (সূরা ৩১ লুকমান: ৩২)