مَعَاذَ اللّٰهِ اِنَّهٗ رَبِّيْٓ اَحۡسَنَ مَثۡوَاىَؕ اِنَّهٗ لَا يُفۡلِحُ الظّٰلِمُوۡنَ
আল্লাহর আশ্রয় (চাই)। নিশ্চয় তিনি আমার মনিব, তিনি আমার থাকার সুন্দর ব্যবস্থা করেছেন। নিশ্চয় যালিমগণ সফল হয় না।
মা‘আ-যাল্লাহি ইন্নাহূ রব্বী য় আহ্সানা মাছ্ওয়া-ইয়া; ইন্নাহূ লা-ইয়ুফ্লিহুজ্ জোয়া-লিমূন্।
দোয়ার প্রেক্ষাপট: হযরত ইউসুফ (আ.)-কে মিশরের আজীজের স্ত্রী তার প্রতি আকৃষ্ট করতে চেষ্টা করলে হযরত ইউসুফ (আ.) ঐ মুহূর্তে এভাবে আল্লাহর আশ্রয় প্রার্থনা করেন।