কঠিন বিপদ থেকে মুক্তি লাভের জন্য ইউনুস (আঃ) এর দোয়া [২১:৮৭]

لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنۡتَ سُبۡحٰنَكَ ‌ۖاِنِّىۡ كُنۡتُ مِنَ الظّٰلِمِيۡنَ

আপনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই’। আপনি পবিত্র মহান। নিশ্চয় আমি ছিলাম যালিম

লা-ইলা-হা ইল্লা-আন্তা সুবহা-নাকা ইন্নী কুন্তু মিনাজ জোয়া-লিমীন্

দোয়ার প্রেক্ষাপট: মাছের পেটে অন্ধকারে থাকাকালীন হযরত ইউনুস (আ.)-এর আল্লাহর দরবারে প্রার্থনা। পরিশেষে আল্লাহ তা'আলার হুকুমে তিনি সেই মহাবিপদ থেকে মুক্তি লাভ করেন। রাসূলুল্লাহ (সা.) বলেন, 'যে কোন মুসলিম ব্যাক্তি কোন বিষয়ে কখনো এ দু'আ করলে আল্লাহ অবশ্যই ত্র দু'আ কবুল করেন'-(জামে আত-তিরমিযী-৬ষ্ঠ খন্ড,আবওয়াবুদ দাওয়াত-দু'আ বিষয়ক অধ্যায়, হাদীস নং-৩৪৩৭)