মিথ্যারোপ ও অপবাদ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা [২১:১১২]

رَبِّ احۡكُمۡ بِالۡحَـقِّ‌ؕ وَرَبُّنَا الرَّحۡمٰنُ الۡمُسۡتَعَانُ عَلٰى مَا تَصِفُوۡنَ

হে আমার রব, আপনি ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করে দিন’। আর আমাদের রব তো পরম করুণাময়। তোমরা যা বলছ সে বিষয়ে তিনিই একমাত্র সহায়স্থল।

রব্বিহ্ কুম্ বিল্হাক্ব; অ রব্বুর্না রহ্মা-নুল্ মুসতা‘আ- নু ‘আলা-মা-তাছিফূন্।

দোয়ার প্রেক্ষাপট: নিজ জাতিকে শিরক থেকে মুক্ত করতে রাসূলুল্লাহ (সা.) প্রাণান্তকর প্রচেষ্টা করলে উল্টো তাঁর উপর মিথ্যারোপ করা হয় এবং বিভিন্ন অপবাদ দেয়া হয়, এমতাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এভাবে আল্লাহর আশ্রয় প্রার্থনা করেন।