কৃতজ্ঞ বান্দা হওয়ার তাওফীক কামনা ও সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করার প্রার্থনা [২৭:১৯]

رَبِّ اَوۡزِعۡنِيْٓ اَنۡ اَشۡكُرَ نِعۡمَتَكَ الَّتِيْٓ اَنۡعَمۡتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنۡ اَعۡمَلَ صَالِحًـا تَرْضَىٰهُ وَاَدۡخِلۡنِىۡ بِرَحۡمَتِكَ فِىۡ عِبَادِكَ الصّٰلِحِيۡنَ‏

হে আমার রব, তুমি আমার প্রতি ও আমার পিতা-মাতার প্রতি যে অনুগ্রহ করেছ তার জন্য আমাকে তোমার শুকরিয়া আদায় করার তাওফীক দাও। আর আমি যাতে এমন সৎকাজ করতে পারি যা তুমি পছন্দ কর। আর তোমার অনুগ্রহে তুমি আমাকে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত কর

রব্বি আওযি’নী য় আন্ আশ্কুরা নি’মাতাকাল্লা তীয় আন্‘আম্তা ‘আলাইয়্যা অ‘আলা- ওয়া-লিদাইয়্যা অআন্ আ’মালা ছোয়া-লিহান্ র্তাদ্বোয়া-হু অ আদ্খিল্নী বিরহমাতিকা ফী ‘ইবা-দিকাছ্ ছোয়া-লিহীন্।

দোয়ার প্রেক্ষাপট: হযরত সুলায়মান (আ.) কতৃক পিপীলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছলে তাঁর বাহিনীর অজ্ঞাতসারে তাদের পদতলে পিষ্ট হওয়া থেকে এক পিপীলিকার অন্য পিপীলিকাদের সাবধান করার বিষয়টি আল্লাহর অনুগ্রহে অবগত হয়ে হযরত সুলায়মান (আ.) মৃদু হেসে আল্লাহর শুকরিয়া স্বরূপ এরূপ দু'আ করেন।