وَاُفَوِّضُ اَمۡرِيْٓ اِلَى اللّٰهِؕ اِنَّ اللّٰهَ بَصِيۡرٌۢ بِالۡعِبَادِ
আর আমার বিষয়টি আমি আল্লাহর নিকট সমর্পণ করছি; নিশ্চয় আল্লাহ তাঁর বান্দাদের ব্যাপারে সর্বদ্রষ্টা’।
অউফাও ওয়িদ্বু আম্রী য় ইলা ল্লা-হ্; ইন্না ল্লা-হা বাছীরুম্ বিল্ ‘ইবা-দ্।
দোয়ার প্রেক্ষাপট: ফেরাউন সভাসদবৃন্দের মধ্যকার মু'মিন ব্যাক্তির আল্লাহর উপর পূর্ণ ভরসার অভিব্যাক্তি-যাকে এরূপ ভরসার কারণে আল্লাহ তা'আলা ফেরাউনের সকল ষড়যন্ত্র থেকে রক্ষা করেছিলেন।