رَبَّنَا عَلَيۡكَ تَوَكَّلۡنَا وَاِلَيۡكَ اَنَـبۡنَا وَاِلَيۡكَ الۡمَصِيۡرُ
হে আমাদের প্রতিপালক, আমরা আপনার ওপরই ভরসা করি, আপনারই অভিমুখী হই আর প্রত্যাবর্তন তো আপনারই কাছে।
রব্বানা-‘আলাইকা তাওয়াক্কাল্না-অইলাইকা আনাব্না-অইলাইকাল্ মার্ছীর।
দোয়ার প্রেক্ষাপট: মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহীম (আ.) তাঁর পিতা ও তাঁর সম্প্রদায় শিরকি কাজকর্মে লিপ্ত থাকায় তিনি ও তাঁর অনুসারীগণ এভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করেন এবং তাদের যাবতীয় অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে এভাবে আল্লাহর সাহায্য কামনা করেন।