رَبَّنَاۤ اَتۡمِمۡ لَـنَا نُوۡرَنَا وَاغۡفِرۡ لَـنَا ۚاِنَّكَ عَلٰى كُلِّ شَىۡءٍ قَدِيۡرٌ
হে আমাদের রব, আমাদের জন্য আমাদের আলো পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন; নিশ্চয় আপনি সর্ববিষয়ে সর্বক্ষমতাবান
রব্বানা য় আত্মিম্ লানা-নূরানা- ওয়ার্গ্ফি লানা- ইন্নাকা ‘আলা-কুল্লি শাইয়িন্ ক্বর্দীর।
দোয়ার প্রেক্ষাপট: কিয়ামতের দিন ঈমানদাররা তাদের চূড়ান্ত পুরস্কার জান্নাতপ্রাপ্তির লক্ষ্যে আল্লাহর সাহায্য কামনায় এরূপ দু'আ করবে। সহীহ হাদীস থেকে জানা যায়, রাসূলুল্লাহ (সা.) রাতে তাহাজ্জুদের নামায শেষে এবং বাড়ি থেকে মসজিদে যাওয়ার সময় তার সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গে নূর প্রাপ্তির জন্যে আল্লাহর নিকট দু'আ করেছেন - (জামে আত-তিরমিযী-৬ষ্ঠ খন্ড, আবওয়াবুদ দাওয়াত-দু'আ বিষয়ক অধ্যায়, হাদীস নং-৩৩৫৩)