لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই
লা- ইলা-হা ইল্লাল্লাহ
জাবির (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: “সর্বোত্তম যিকর ‘লা- ইলা-হা ইল্লাল্লাহ’ এবং সর্বোত্তম দু‘আ আলহামদুলিল্লাহ”। হাদীসটি সহীহ। [১] আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন: “কিয়ামতের দিন আমার শাফা’আত লাভকারী সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি সে-ই হবে, যে তাঁর অন্তরের পরিপূর্ণ একাগ্রতা দিয়ে ‘লা- ইলা-হা ইল্লাল্লাহ’ বলবে।” [২] উমার (রা) বলেন, আমি রাসূলুল্লাহ (স)-কে বলতে শুনেছি: “আমি এমন একটি বাক্য জানি, যে বাক্যটি যদি কেউ তাঁর অন্তর থেকে সত্যিকারভাবে বলে মৃত্যুবরণ করে, তাহলে জাহান্নাম তাঁর জন্য নিষিদ্ধ হয়ে যাবে। বাক্যটি হল: ‘লা- ইলা-হা ইল্লাল্লাহ’ ।” হাদীসটি সহীহ। [৩] কাজেই মুমিন সর্বান্তকরণে অন্তরের সকল আবেগ ও অনুভূতি দিয়ে সর্বদা এ বাক্যটি বলবেন, যেন মৃত্যুর আগে এ বাক্যটি তাঁর শেষ বাক্য হয়। আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বললেন : “তোমাদের ঈমানকে নবায়ন কর।” তাঁকে প্রশ্ন করা হলো: “ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমরা আমাদের ঈমানকে নবায়িত করবো?” তিনি বললেন: “তোমরা বেশি বেশি ‘লা- ইলা-হা ইল্লাল্লাহ’ বলবে।” হাদীসটির সনদে দুর্বলতা আছে। [৪] অন্য হাদীসে মু’আয ইবনু জাবাল (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেন: “যার সর্বশেষ কথা হবে ‘লা- ইলা-হা ইল্লাল্লাহ’ সে জান্নাতে প্রবেশ করবে।” হাদীসটি সহীহ।[৫]