< Gratitude

যিকর নং ৩ : বিশেষ তাহলীল


لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ (يُحْيِيْ وَيُمِيْتُ وَهُوَ حَيٌّ لَا يَمُوْت بِيَدِهِ الْخَيْرُ) وَهُوَ عَلَی كُلِّ شَىْءٍ قَدِيْرٌ

নেই কোনো মা’বুদ আল্লাহ ছাড়া, তিনি একক, তাঁর কোনো শরীক নেই। রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই। (তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। আর তিনি চিরঞ্জীব অমর। তাঁর হাতেই সকল কল্যাণ) এবং তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।” অনেক বর্ণনায় শুধুমাত্র প্রথম বাক্যটি (ইউহয়ী ওয়া ইউমীতু) সংযুক্ত করে বলা হয়েছে।

লা- ইলা-হা ইল্লাল্লাহু, ওয়া‘হদাহু লা- শারীকা লাহ, লাহুল মুলক, ওয়া লাহুল হামদ, [ইউ‘হয়ী ওয়া ইউমীতু ওয়া হুআ হাইয়ুন লা ইয়ামু-ত, বিইয়াদিহিল খাইরু] ওয়া হুআ ‘আলা- কুল্লি শাইয়িন কদীর।