اَلحَمْدُ لِلّٰهِ حَمْدًا كَثِيْرًا طَيِّبًا مُبَارَكًا فِيْهِ
“সকল প্রশংসা আলাহর, অনেক অনেক প্রশংসা, পবিত্র ও বরকতময় প্রশংসা”।
আলহামদুলিল্লা-হি ‘হামদান কাসীরান তাইয়িবান মুবা-রাকান ফীহি।
কয়েকটি সহীহ হাদীসে বর্ণিত যে, রাসূলুল্লাহ (স) এ কথাগুলোর অত্যন্ত প্রশংসা করেন। [১] এছাড়া একাধিক সহীহ হাদীসে বর্ণিত, বান্দা যখন এ যিকরগুলো বলেন তখন আল্লাহও তার সাথে সাড়া দেন। কাজেই, মনোযোগ ও আদব-সহ আল্লাহ্র সাথে কথা বলার অনুভুতি নিয়ে যিকর করতে হবে। [২]